ঢাকা : গতকাল রাজধানীর জনপ্রিয় মৌচাক মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আজ আবার ৬ সপ্তাহর জন্য স্থগিত করেছেন হাইকোর্টের চেম্বার জজ আদালত।
ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মার্কেটের সব দোকনপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ এ নির্দেশ দিয়েছিলেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
ওই ভবন সংস্কারের নির্দেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দোকান খালি করতে কেন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান বলেন, বুয়েটের প্রতিবেদনের আলোকে সংস্কার করা বা বিল্ডিং কোড অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সক্ষমতা সনদ না পাওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রাখতে হবে।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং রাজউক কর্তৃপক্ষকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, বুয়েটের সুপারিশের প্রেক্ষিতে গত ২ মে রাজউক মৌচাক মার্কেট কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়। চিঠিতে ঝুঁকির কথা জানিয়ে দোকান খালি করে ভবনটি সংস্কার করতে বলা হয়েছিল।
এর বৈধতা চ্যালেঞ্জ করে ভবন মালিক আশরাফ কামাল পাশা হাইকোর্টে এ রিট আবেদন করেছিলেন।
জনপ্রিয় বিপণি বিতান মৌচাক মার্কেটে এক হাজারের বেশি বিভিন্ন পণ্যের দোকান রয়েছে বলে জানা গেছে।
এদিকে হাইকোর্টের দেয়া নির্দেশ ৬ সপ্তাহর জন্য স্থগিত করেছেন হাইকোর্টের চেম্বার জজ আদালত।
মঙ্গলবার দুপুরে এ স্থগিতাদেশ দেয়া হয়। এতে মার্কেট খোলা রাখতে আর কোনো বাধা নেই।
৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম