নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একের পর এক গুপ্তহত্যা ঘটিয়ে এখন যারা পরিবারের ক্ষতি করতে শুরু করেছে, তাদের কেউ পার পাবে না। তিনি বলেন, এখন পরিবারের ক্ষতি করছে। এর হিসাব আমরা পাই পাই করে নেব।
জঙ্গি দমন অভিযানে নেতৃত্ব দেওয়া এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে চট্টগ্রামে গুলি করে হত্যার ঘটনা নিয়ে বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সংসদে সরকারদলীয় সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পির এক সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, তারা এখন পুলিশের পরিবারের ওপর হাত দিয়েছে। তারা হত্যা করছে, তাদের গ্রেপ্তার করা হবে। তারা কি ভুল যাচ্ছে যে তাদেরও পরিবার আছে? তারা আঘাত করছে, অন্য দিক থেকেও আঘাত আসতে পারে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি ফজিলাতুন নেসা বাপ্পীর ওই প্রশ্নের উত্তরে তিনি বলেন, গুপ্ত হত্যাকারীরা মসজিদের ইমাম, গির্জা, প্যাগোডায় ধর্মযাজকদের হত্যা করছে। এমনকি শিক্ষককেও হত্যা করেছে। সম্প্রতি একজন পুলিশ অফিসারে স্ত্রীকে হত্যা করেছে, যা আগে কখনও দেখিনি।
যারা জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, তাদের নিবৃত্ত করতে পরিবার ও স্বজনদেরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘তারা যদি এভাবে পরিবারের ওপর হাত তোলে, তাহলে কারও হাত থেমে থাকবে না, কারও হাত থামিয়ে রাখা যাবে না।’
কোনো হত্যা মামলা কখনো ‘তামাদি হয় না’ মন্তব্য করে সরকারপ্রধান বলেন, সর্বোচ্চ বিচার হবে। গুপ্তহত্যা যারা করছে তারা পার পাবে না।
ঢাকার পুলিশ সদরদপ্তরে দায়িত্বরত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গত রবিবার সকালে নগরীর জিইসির মোড়ে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়। পুলিশের দাবি, জঙ্গি দমনে বাবুলের ভূমিকার কারণেই তার স্ত্রীকে এভাবে খুন করা হয়ে থাকতে পারে। তবে কোনো উগ্রবাদী সংগঠন ওই হত্যার দায় স্বীকার করেনি।
৮ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম