বুধবার, ০৮ জুন, ২০১৬, ০২:১৯:০৭

ফের ৫ দিনের রিমান্ডে আসলাম চৌধুরী

ফের ৫ দিনের রিমান্ডে আসলাম চৌধুরী

নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীকে ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাষ্ট্রদ্রোহ মামলায় ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই আদেশ দেন।

শুনানির সময় আসলাম চৌধুরীকে জেলহাজত থেকে আদালতে হাজির করা হয়। আসামীপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে আসলাম চৌধুরীর জামিনের প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন।

গত ৩১ মে একই মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট গোলাম নবী।
এর আগে গত ১৬ মে আসলাম চৌধুরী এবং তার ব্যাক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

অভিযোগে  বলা হয়, আসলাম চৌধুরী গত ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ভারতে অবস্থানকালে আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বহির্ভূত রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করেন। যার কিছু ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়।

ওই আসামিকে গ্রেপ্তারের পর জানা যায় যে, ওই সময় ভারতে অবস্থান করে মোসাদের এজেন্ট মেন্দির সঙ্গে ভারতের বিভিন্ন স্থানে বৈঠক করে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে সন্ত্রাস, নাশকতা ও বিদ্বেষ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন যা দেশের অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং রাষ্ট্রদ্রোহের শামিল।

উল্লেখ্য, মতিঝিল ও লাগবাগ থানার দুই নাশকতার মামলায় আগামী ৬ জুন রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য আছে।
৮ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে