বুধবার, ০৮ জুন, ২০১৬, ০৩:৪০:৩৮

সৌদি সফর অত্যন্ত ফলপ্রসূ: প্রধানমন্ত্রী

সৌদি সফর অত্যন্ত ফলপ্রসূ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌদি আরবে তার এবারের সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। সাম্প্রতিক তিন দেশ সফরের অর্জন তুলে ধরতে বুধবার দুপুরে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ গত কয়েক বছরে ধারাবাহিকভাবে যে অর্থনৈতিক অগ্রগতি দেখিয়েছে, তা এখন ‘বিশ্বের কাছে বিস্ময়’।

সৌদি বাদশাহর আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে গত মাসে দ্বিপক্ষীয় সফরে বুলগেরিয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ফিরে জি-৭ আউটরিচ বৈঠকে যোগ দিতে যান জাপানে।  

সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তারা গণভবনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন। জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতেও এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।


বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে  নাশকতা ঠেকাতে মানুষ যেভা্বে এগিয়ে এসেছিল, সেইভাবে সাম্প্রতিক একের পর এক গুপ্তহত্যা বন্ধে সাধারণ মানুষকে সচেতন  হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা সত্যিকারের ধর্মে বিশ্বাসী, সবাইকে আহ্বান জানাব, তাদের পরিবারের কোনো সদস্য জঙ্গিবাদের পথে যাচ্ছে কি না, সেটা দেখাও তাদের কর্তব্য। মানুষের মধ্যে এই চেতনাটা জাগ্রত করতে হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ভামূর্তি নষ্ট করার জন্য, অগ্রগতি ব্যাহত করার জন্যই’ একের পর এক গুপ্তহত্যা ঘটানো হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাক, যারা তা চায়নি, তাদেরই একটা নীল নকশা এটা। সেই নীল নকশা তারা কায়েম করার চেষ্টা করে যাচ্ছ।

এই গুপ্তহত্যাকারীদের খুঁজে বের করতে, তারা কোথায় বসে পরিকল্পনা করে- সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহ করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের মানুষ সচেতন হলে গুপ্তহত্যাকারীরা তাদের সেই ‘নীল নকশা’ আর বাস্তবায়ন করতে পারবে না।

সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তারা গণভবনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন। জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতেও এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হয়।
৮ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে