ঢাকা : ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিকেলে প্রকাশিত ফলাফলে নতুন করে পাস করেছে ২১৫ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ বেড়েছে ১৯৯টি।
এর আগে গত ১১ মে ঘোষিত ফলাফলে পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। এবার নতুন ফল যোগ হওয়ায় পাসের হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৩০ শতাংশ।
প্রথম ফলাফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, ৪৩ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী ফল নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। আবেদকৃত বিষয়ের সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৯১৮টি।
পুনর্নিরীক্ষণে ১২ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়েছে। ১২ হাজার ৮১টি বিষয়ের ফলাফলেও নম্বরে রদ-বদল হয়েছে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের জন্য যে মোবাইল সংযোগ থেকে আবেদন করা হয়েছে সে নম্বরে ফলাফল ক্ষুদে বার্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে। একইসঙ্গে ফলাফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে।
এদিকে একাদশে ভর্তির আবেদনের প্রক্রিয়া শেষ হচ্ছে ৯ জুন বৃহস্পতিবার। গত সোমবার রাত ১০টার হিসাব অনুযায়ী ১১ লাখ ৯ হাজার শিক্ষার্থী তাদের পছন্দের বিভিন্ন কলেজে আবেদন করেছে।
পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ এবং একাদশে আবেদনের বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, যাদের ফল ইতিবাচক হয়েছে তারা আজ, কাল এ দুদিনে নিজেদের পছন্দের কলেজে একাদশে ভর্তির আবেদন করতে পারবে। ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পুনর্নিরীক্ষণসহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয় ১৪ লাখ ৫২ হাজার ৮২০ জন পরীক্ষার্থী।
৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম