বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৫:২৮:১৮

আল্লাহ যেদিকে নেয়, সেই দিকেই যাব : সেই হিন্দু শিক্ষক শ্যামল কান্তি

আল্লাহ যেদিকে নেয়, সেই দিকেই যাব : সেই হিন্দু শিক্ষক শ্যামল কান্তি

নারায়ণগঞ্জ : চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছাড়লেন নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ স্কুলের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।  

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল ছাড়েন তিনি।  হাসপাতাল ছাড়ার পর তিনি নারায়ণগঞ্জ ফিরে যাবেন কি-না তা জানা যায়নি।

হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছেন আপনি।  জবাবে শ্যামল কান্তি বলেন, আল্লাহ যেদিকে নেয়, সেই দিকেই যাব।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সবিতা হালদার।  এসময় পুলিশি পাহারায় বেরিয়ে যান তিনি।

ঢামেক মেডিকেল ইউনিট-১ এর সহকারী রেজিস্টার ডা. মো. এবি সিদ্দিক মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২০ মে দিবাগত রাতে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে থেকে ঢামেক হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতালে তিনি মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক এনামুল করিমের অধীনে ভর্তি ছিলেন।  ছাড়পত্র দেয়ায় শ্যামল কান্তি হাসপাতাল ছাড়েন।

ডা. মো. এবি সিদ্দিক মজুমদার গণমাধ্যমকে জানান, তার প্রেসক্রিপশনে লেখা ছিল, পরবর্তীতে কোনো সমস্যা হলে মানসিক রোগ বিভাগে যোগাযোগ করুন।  একমাস বিশ্রামে থাকুন।

উল্লেখ্য, গত ১৩ মে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে জনসম্মুখে কান ধরে ওঠবস করান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান।  

এ ঘটনার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়।  এ নিয়ে সেলিম ওসমান সরকারের কড়া নজরে পড়েন।  এ ঘটনায় তার শাস্তি ও সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি দেয়ার দাবি ওঠে।

৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে