বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৫:৫৫:৫৫

গুলিস্তানে হকারদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ

গুলিস্তানে হকারদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ

ঢাকা : রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকারদের সঙ্গে বিপণি বিতানের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। হকারদের উচ্ছেদ করে যান চলাচলের উপযোগী করা ফুটপাত বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের পরিদর্শনের পরপরই এ সংঘর্ষ বাঁধে।
 
জানা গেছে, বেলা দুইটার দিকে মেয়র চলে যাওয়ার পরপরই ঢাকা ট্রেড সেন্টারের দোকান মালিক ও ফ্লাইভারের নিচে ফুটপাতে বসা হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা শুরু হয়।
 
সংঘর্ষের কারণে বায়তুল মোকাররম থেকে গুলিস্তান, নবাবপুর এবং ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

গুলিস্তানে আসাদ পুলিশ বক্স থেকে গাজীপুর ও নরসিংদীগামী বাসও চলছে না।  ফলে রোজার মধ্যে ইফতারের আগে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ী সোহেল রানা গণমাধ্যমকে বলেন, মার্কেট কমিটির লোকজন ফুটপাতের দোকানদারদের চলে যেতে বলেছিল। কিন্তু তারা না গিয়ে কমিটির লোকদের মারধর শুরু করে।  

এ অবস্থায় ব্যবসায়ীরা জোট বেঁধে হকারদের ওপর চড়াও হয়।  এতে দফায় দফায় সংঘর্ষ হয়।
৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে