নিউজ ডেস্ক: সদ্য অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট পেয়েছে ২ কোটি ৩৮ লাখ ১৬ হাজার ৪৯৪ ভোট। আর বিএনপি ভোট পেয়েছে ৯৪ লাখ ৭৭ হাজার ৬১২ ভোট। এছাড়া ক্ষমতাসীন দলের পর দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ১৪৭ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ছয় ধাপের ইউপি নির্বাচনের পরে গতকাল এসব তথ্য একীভূত করে নির্বাচন কমিশন। ইসি’র দেয়া তথ্যে দেখা যায়, চার হাজার ১০৪ ইউপির মধ্যে ২২০ ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি সব ইউপিতে মোট ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৫৯ লাখ ৫১ হাজার ৩৮৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫ কোটি ৫ লাখ ৬০ হাজার ২৫৯ জন। যা মোট ভোটারের ৭৬ দশমিক ৬৬ শতাংশ। নির্বাচন অনুষ্ঠিত হওয়া ইউপিগুলোর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৬৫ শতাংশ ইউপিতে জয় পেয়েছে। বিএনপি ৯ শতাংশ, স্বতন্ত্র প্রার্থীরা ২২ শতাংশ ও জাতীয় পার্টি ১ শতাংশ ইউপি পেয়েছে। ইসি’র প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ মোট ভোটের ৪৭ দশমিক ১০ শতাংশ পেয়েছে। বিএনপি ১৮ দশমিক ৭৪ শতাংশ ও স্বতন্ত্র প্রার্থীরা ২৯ দশমিক ৭৮ শতাংশ পেয়েছে।
ইসি থেকে দেয়া ছয় ধাপের ফলাফল বলছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১০ লাখ ১২ হাজার ৯৭১ ভোট। এছাড়া এলডিপি ৮ হাজার ৭৮৭ ভোট, জাতীয় পার্টি-জেপি ১ লাখ ৩৯ হাজার ৪০২ ভোট, সাম্যবাদী দল ২ হাজার ৯৯১ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ ২৭ হাজার ২২০ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১০ হাজার ৬৮৩ ভোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৮২৭ ভোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৭২ হাজার ৬৪১ ভোট, বিকল্পধারা বাংলাদেশ ৮৮০ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ১ লাখ ২৪ হাজার ৪৫৩ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ৭ হাজার ৩৪৭ ভোট, জাকের পার্টি ১৭ হাজার ৮৭৭ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ৪ হাজার ২৬৬ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৬ হাজার ৩৪৫ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ১ হাজার ২৬০ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টি ১ হাজার ৬৮৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি ৩ হাজার ৯৫২ ভোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২৮ হাজার ৮০ ভোট, বাংলাদেশ ন্যাপ ১ হাজার ৪৬৬ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ১ হাজার ৫৫৪ ভোট, ইসলামী ঐক্যজোট ৯ হাজার ৭১৫ ভোট, খেলাফত মজলিস ৩ হাজার ৬৫৮ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিস ২৬১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ লাখ ১৭ হাজার ৫৫৫ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১৮ হাজার ৯৩৫ ভোট, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ২১০ ভোট, বিএনএফ ৭ হাজার ২৫৯ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) ৬৬ ভোট।-এমজমিন
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/সবুজ/এসএ