ঢাকা : গুপ্তহত্যায় জড়িতদের রক্ষায় ঘোমটা খুলে নেমেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের সামনে এমন মন্তব্য করেন তিনি।
নাসিম বলেন, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ১৯ জুন বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত দেশব্যাপী ১ ঘণ্টা মানববন্ধন করবে ১৪ দল।
তিনি বলেন, রমজানের পর গ্রামেগঞ্জে ১৪ দলীয় জোট টিম করে লাগামহীনভাবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করবে। ১৪ জুন ঝিনাইদহে নিহত পুরোহিতের বাসায় ১৪ দলের নেতারা যাবেন।
তিনি বলেন, কাপুরুষিতভাবে গুপ্তহত্যাগুলো ঘটানো হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যখন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে, আন্তর্জাতিক সম্মেলনগুলোতে শেখ হাসিনা যখন গুরুত্ব পাচ্ছেন তখন সুপরিকল্পিতভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।
নাসিম বলেন, সৌদি সরকার শেখ হাসিনাকে যে মর্যাদা দিয়েছে, তাতে প্রমাণিত হয় শেখ হাসিনা সরকার নতুন দিগন্ত সৃষ্টি করেছে। দেশ উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগুচ্ছে, শান্তির দ্বীপে পরিণত হতে যাচ্ছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা বলেছেন, আওয়ামী লীগের নেতারা নাকি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এর মাধ্যমে তিনি খুনিদের প্রকাশ্যে প্রটেকশন দিচ্ছেন। তার এ চরিত্র নতুন নয়। এর আগেও তিনি ও তার স্বামী যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিলেন।
তিনি বলেন, খালেদা জিয়া গুপ্তহত্যায় জড়িতদের রক্ষার্থে ঘোমটা খুলে নেমেছেন। যারা মারা গেছেন, তাদের পরিবারকে সমবেদনা না জানিয়ে খুনিদের প্রশ্রয় দিচ্ছেন। এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম