ঢাকা : রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকারদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন (৪৫) ইটের টুকরোর আঘাতে আহত হন।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকার ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চালায় পুলিশ।
সংঘর্ষের সময় ডিসি আনোয়ার হোসেনের মাথায় হেলমেট থাকলেও হেলমেটের কাচ উঠানো ছিল। হঠাৎ একটি ইটের টুকরো এসে তার কপালে আঘাত করে।
তার মাথায় সিটি স্ক্যান করা হচ্ছে বলে নিশ্চিত করেছে ঢামেক সূত্র।
একই ঘটনায় আহত আরো দু’জনকে ঢামেক হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন হকার বিল্লাল (৩৭) এবং দোকানের কর্মচারী নজরুল (২৩)।
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম