নিউজ ডেস্ক : পবিত্র মাহে রমজানে প্রতি বছরের ন্যায় রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের শরিক জামায়াতে ইসলামীসহ জোটের বাইরে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ক্ষমতাসীনদের সাথে বিএনপির সম্পর্ক খুব একটা ভালো না। তাছাড়া ২০ দলের শরিক দল জামায়াতের সাথেও দূরত্ব তৈরি হয়েছে বলে দনে করা হয়। সুতরাং এখন খালেদা জিয়ার এই ইফতারে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এই ইফতারে যোগ দেয় কিনা সটোই এখন দখোর বিষয়।
পরদিন রোববার একইস্থানে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবেন খালেদা জিয়া।
১১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম