রবিবার, ১২ জুন, ২০১৬, ১০:৫৮:৫৯

বাঙালির হাতেই নির্মিত হবে আকাশচুম্বি আইকন টাওয়ার

বাঙালির হাতেই নির্মিত হবে আকাশচুম্বি আইকন টাওয়ার

সায়েম সাবু : সাড়ে চার দশকের বাংলাদেশ। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দূরত্বে হতাশা আছে। তবে শত হতাশার মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বাঙালি। এমনই এক এগিয়ে যওয়ার গল্প শোনাবে আইকন টাওয়ার। যার সূচনা ঘটবে এক স্বপ্নজয়ী বাঙালির হাত ধরে।

কালী প্রদীপ চৌধুরী। বাংলাদেশের সন্তান। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ দত্তরাইল চৌধুরী বাড়ির কৃতি সন্তান। কালী প্রদীপের যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতাপ্রতিষ্ঠান কেপিসি গ্রুপই স্বপ্নজাগানিয়া আকাশচুম্বি এই টাওয়ার নির্মাণ করতে যাচ্ছে।

বাংলাদেশকে স্বপ্ন দেখাতেই নাকি কালী প্রদীপ এমন বাসনা ব্যক্ত করছেন। টাওয়ার নিয়ে সাংবাদিকদের কাছে ব্রিফ করতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সে কথাই জানিয়েছেন। কালী প্রদীপের এই স্বপ্নে চিত্রায়িত হবে বাংলাদেশের উন্নয়ন, দৃশ্যত হবে বাঙালির এগিয়ে যাওয়ার প্রত্যয়।   

ঢাকার অদূরে পূর্বাচল নিউ টাউন প্রকল্পে ১৪২ তলাবিশিষ্ট আইকন টাওয়ার নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতাপ্রতিষ্ঠান কেপিসি গ্রুপ। এই গ্রুপের কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত কালী প্রদীপ চৌধুরী একটি প্রতিনিধি দল নিয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

তার উপস্থিতিতে রোববার কেপিসি গ্রুপ এবং বাংলাদেশ সরকারের মধ্যে এই টাওয়ার নির্মাণের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। অর্থমন্ত্রণালয়ে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শনিবার এক প্রতিক্রিয়ায় মুহিত বলেন, “সরকারি-বেসরকারি অংশীদারিত্বের-পিপিপি উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে। আমাদের সিলেটের ছেলে বিশ্বখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি গ্রুপ গড়ে তুলেছে। বিশ্বের বিভিন্ন দেশে তিনি বড় বড় ভবন নির্মাণ করে খ্যাতি অর্জন করেছেন।

“বাংলাদেশে কিছু করার জন্যই তিনি (কালী প্রদী) আমার কাছে এই প্রকল্পের জন্য আগ্রহ দেখিয়েছেন। আমরা তার এই স্বদিচ্ছাকে ইতিবাচক হিসেবে নিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করতে চাই।

২০১৬-১৭ অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, ১৪২ তলাবিশিষ্ট আইকন টাওয়ার, একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা করেছে সরকার। ঢাকার পূর্বাচল ও নিকটস্থ এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর গড়ে তোলার উদ্যোগ হিসেবে এসব মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। -জাগো নিউজ
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে