সোমবার, ১৩ জুন, ২০১৬, ০৯:১৬:৪৮

নাইটক্লাবে হত্যাকাণ্ড নিয়ে যা বললেন খালেদা জিয়া

নাইটক্লাবে হত্যাকাণ্ড নিয়ে যা বললেন খালেদা জিয়া

ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অলান্ডো শহরে সমকামী নাইটক্লাবে হামলার ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, এ ধরনের অমানবিক, নির্দয় হামলা সংঘটিত করতে পারে।

সোমবার দেয়া এক শোকবার্তায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া বলেন, উগ্রবাদ শুধু নির্দিষ্ট ভূখণ্ডের বিষয় নয়, এটির ভৌগলিক বিস্তৃতি খুব দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে।  এদের কর্মকাণ্ড সারাবিশ্বকেই হুমকির মুখে ফেলেছে।

তিনি বলেন, সাংস্কৃতিক বৈচিত্র, ধর্মীয় সহিষ্ণুতা এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক সংবিধান ও আইনের শাসনকে শত্রুজ্ঞান করে বন্দুক নিয়ে নির্বিচারে মানুষ মারতে বিচলিতবোধ করে না।

সন্ত্রাসীদের কোনো রাষ্ট্রীয় সীমানা নেই বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।

তিনি বলেন, শুভবুদ্ধি সম্পন্ন সব মানুষ উদ্দীপ্ত বদ্ধপরিকরভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে চূড়ান্ত নির্মূল করতে না পারলে কালের পরম্পরায় বিশ্বব্যাপী মানুষের সব অর্জন সন্ত্রাসবাদের অন্ধগলিতে হারিয়ে যাবে।

খালেদা জিয়া বলেন, ফ্লোরিডার এ হতাহতের  ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং দায়ীদের শাস্তির  দাবি জানাচ্ছি।  ফ্লোরিডার মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশের জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা উদ্বিগ্ন।

শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান তিনি।
১৩ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে