মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ১২:৫২:০০

হজে গিয়ে লাপাত্তা ১৮৭ বাংলাদেশি

হজে গিয়ে লাপাত্তা ১৮৭ বাংলাদেশি

দীন ইসলাম : ২০১৫ সালে হজে গিয়ে ১৮৭ বাংলাদেশি লাপাত্তা হয়েছেন। হজ মৌসুমে তারা হজ ভিসায় গিয়ে এখনও দেশে ফেরেননি। সৌদি আরবের ইমিগ্রেশন বিভাগ এ বিষয়টি জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ হজ অফিসকে। ওই অফিসের কাউন্সিলর (হজ) মো. আসাদুজ্জামান বিষয়টি সম্পর্কে ধর্ম মন্ত্রণালয়কে জানিয়েছেন। পাশাপাশি ১৮৭ জন বাংলাদেশির নাম ও পাসপোর্ট নম্বর সংযুক্ত করে দিয়েছেন।

এর ভিত্তিতে গত ২রা জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়রকে একটি চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সহকারী সচিব (হজ-২) মো. শহীদুল্লাহ তালুকদার স্বাক্ষরিত চিঠিতে সৌদি আরবের জেদ্দাস্থ হজ অফিস থেকে পাঠানো তালিকা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি হজ মৌসুমে বাংলাদেশি মুসলমানদের হজ পালন করতে গিয়ে লাপাত্তা হওয়ার নজির রয়েছে। তবে গত কয়েক বছর ধরে যেসব এজেন্সির মাধ্যমে হজে গিয়ে তারা লাপাত্তা হয়েছেন ওই সব এজেন্সিগুলোকে শোকজ করা হচ্ছে।

কোনো কোনো এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। হজে গিয়ে নিখোঁজ বাংলাদেশিদের মধ্যে রয়েছেন- আনিসুল হক (পাসপোর্ট নং- এবি০৪১২৪৩৫); মালেহা পারভীন পারুল (পাসপোর্ট নং- বিই০৯৩১৩৬০); শাহ আলম (পাসপোর্ট নং- বিসি০৯১০১২৩); মো. খুরশীদ আলম কাজী (পাসপোর্ট নং- বিই০৮৩৬৯৫৫); ফজর আলী (পাসপোর্ট নং- বিবি০৯০৩৫০৪); মুক্তার আলী (পাসপোর্ট নং- এডি৭২৯৪১৮৮); মুজিবুর রহমান (পাসপোর্ট নং- বিবি০৪৪৯৯৮৯); আতাউর রহমান (পাসপোর্ট নং- এই৩৮০৮২৩২); লুৎফর রহমান (পাসপোর্ট নং- বিবি০৫৫১৫৪১); তৈয়ব আলী (পাসপোর্ট নং- এডি৬৪৩৩৩৩৩); মোহাম্মদ মিজানুর রহমান (পাসপোর্ট নং- বিবি০০২৯৮৩২); মো. আজীজ দেওয়ান (পাসপোর্ট নং- বিই০৩০৯৭৪৭); মোহাম্মদ তাইজুদ্দিন (পাসপোর্ট নং- বিসি০৮৬৯১২১); মোহাম্মদ ওবাইদুল (পাসপোর্ট নং- বিই০৭৯৭৪১২); মো. আক্তার হোসেন (পাসপোর্ট নং- বিসি০৯৬৮০৪৬); মোহাম্মদ আক্তার মিয়া (পাসপোর্ট নং- বিএফ০১৮১০৪১); জাহাঙ্গীর হোসেন (পাসপোর্ট নং- বিএফ০০২০৭২২); ওসমান গনি হাওলাদার (পাসপোর্ট নং- বিসি০৭২৬৪৩৪); মো. আব্দুল আউয়াল সরকার (পাসপোর্ট নং- বিই০৩৬৯৮১৮); মোহাম্মদ ইসমাইল (পাসপোর্ট নং- এফ৯৯৭১০৫৬); মোহাম্মদ আলাউদ্দিন (পাসপোর্ট নং- এসি৮৯৪০২২৩); মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী (পাসপোর্ট নং- বিই০১০৬০৪৫); শাহানা আহম্মেদ (পাসপোর্ট নং- বিই০৪৯৯৫৭০); হালিমা আক্তার শান্তা (পাসপোর্ট নং- এএ৬২৬২৩২৩); মোহাম্মদ রবিউল ইসলাম (পাসপোর্ট নং- বিই০৫০৫৩৪৮); মোহাম্মদ আব্দুল মতিন (পাসপোর্ট নং- বিই০২৮৭০৩১); উকিল উদ্দিন (পাসপোর্ট নং- বিই০৫২১৫১৯); মোহাম্মদ বেল্লাল হোসেন (পাসপোর্ট নং- বিএফ০৯৬৭৬৫৭); মো. নূরুল ইসলাম (পাসপোর্ট নং- বিএফ০০২০০৮১ ); খোরশেদ আলম (পাসপোর্ট নং- বিই০৭৪২২৯৪); জুয়েল (পাসপোর্ট নং- বিই০৫১৩২৫১); আব্দুল সাত্তার (পাসপোর্ট নং- বিএফ০৭১৮৭৭৮); মোহাম্মদ আউয়াল মিয়া (পাসপোর্ট নং- বিই০৭০৮৪৩২); মোহাম্মদ সাজ্জাদ সিকদার (পাসপোর্ট নং- বিই০২২৫৯৫৩); জান্নাত আরা বেগম (পাসপোর্ট নং- বিএফ০৬৬০৪৮১); মোহাম্মদ আকেজ আলী (পাসপোর্ট নং- বিই০২২৫৯৫৪); সেলিম হোসেন  (পাসপোর্ট নং- বিই০৩৬৭৮৭৯); শাহীন হাওলাদার (পাসপোর্ট নং- বিএফ০২১৮৯১৫); মো. লাল চাঁদ মিয়া (পাসপোর্ট নং- বিসি০৯৫১৮৮২); মোহাম্মদ শহীদুল ইসলাম (পাসপোর্ট নং- বিএফ০১৭০৯৩১); জসিম উদ্দিন (পাসপোর্ট নং- বিএফ০৭১৬৪৫১); রফিক মিয়া (পাসপোর্ট নং- বিএফ০০৯৪৬৭১); মোহাম্মদ হেলাল উদ্দিন (পাসপোর্ট নং- বিই০২৫৯৬৬৫); ফরহাদ মিয়া (পাসপোর্ট নং- বিএইচ০০১৬৫১৬); মো. সাজু মিয়া (পাসপোর্ট নং- বিএফ০১৯৮০৫৪); মোহাম্মদ জাকির (পাসপোর্ট নং- বিই০৯৩১৭০৩) ও মোহাম্মদ ইদ্রিস আলী (পাসপোর্ট নং- বিএফ০৯৯১০৯৭) প্রমুখ।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এসব ব্যক্তির বাইরে হজে গিয়ে না ফেরার তালিকায় অনেকেই রয়েছেন। তাদের পাসপোর্ট নম্বরও পাঠিয়েছে সৌদিস্থ বাংলাদেশ হজ মিশন। এ তালিকা তারা সৌদি আরবের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছে। -মানবজমিন
১২ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে