নিউজ ডেস্ক : আবহাওয়া অনুকূলে থাকলে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে শেষে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী জানান, আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল সাড়ে ৯টায় বাইতুল মোকাররমে জামায়াত অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও ঈদের সময় প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ ভবন আলোকসজ্জা করা হবে। সড়কগুলোতে জাতীয় পতাকা ও বাংলা-আরবিতে ঈদ মোবারক লেখা ব্যানার দিয়ে সাজানো হবে।
এ উপলক্ষে পত্রিকাগুলো বিশেষ বিশেষ ক্রোড় পত্রিকা প্রকাশ করবে। আর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বাণী দেবেন। হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশন করা হবে।
১৪ জুন, ২০১৫/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম