ঢাকা : আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আরেকটা একুশে আগস্ট হামলা ঘটানোর ষড়যন্ত্র করছেন। সেজন্য তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
শেখ সেলিম বলেন, বিএনপি নেত্রী খালেদ জিয়া ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে বলেছিলেন, আওয়ামী লীগ ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। তারা ৩০টি আসনও পাবে না।
তিনি বলেন, খালেদা জিয়ার এ বক্তব্য ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটানোর পরিকল্পনারই একটি অংশ। কিন্তু আল্লাহর রহমতে শেখ হাসিনা সেদিন বেঁচে যান।
শেখ সেলিম বলেন, তিনি এখন আবার একটা না একটা ষড়যন্ত্র করছেন। তিনি যেটা বলেছেন, শেখ হাসিনাবিহীন নির্বাচন আওয়ামী লীগে হবে।
তিনি বলেন, এটা খালেদা জিয়াকে পরিস্কার করতে হবে। তিনি আরেকটা একুশে আগস্ট গ্রেনেড হামলা ঘটাবার ষড়যন্ত্র করছেন। সেজন্য তাকে অবিলম্বে গ্রেফতার করে ইন্টোরেগেশন করে তথ্য বের করা দরকার।
প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে গ্রেফতার করায় সমালোচনাকারীদের উদ্দেশ্যে শেখ সেলিম বলেন, তাদের গ্রেফতার করা হলে চিৎকার করা হয়েছে ওনারা বুদ্ধিজীবী, সাহিত্যিক, আকাশচুম্বি নেতা। তাদের কি গ্রেফতার করা যাবে না ?
তিনি বলেন, অপরাধ অপরাধই। এখানে কোনো সাংবাদিকও ছাড় পাবে না, কোনো পত্রিকার মালিকও না। তারা অপরাধ করে ধরা পড়েছে।
সরকার উৎখাতে ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপি নেতার ষড়যন্ত্রের কথা তুলে ধরে শেখ সেলিম বলেন, খালেদা জিয়া আজ ক্ষমতায় যাওয়ার জন্য ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধি সাফাদির সঙ্গে হাত মিলিয়েছেন।
১৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম