মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০৪:৫৬:৩৪

ইনুর যুদ্ধ স্তব্ধ করা যাবে না : শিরিন আক্তার

ইনুর যুদ্ধ স্তব্ধ করা যাবে না : শিরিন আক্তার

ঢাকা : জাসদ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্য শরিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার।
 
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
 
শিরিন আক্তার বলেন, হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশকে সমৃদ্ধ করতে কাজ করছেন তিনি।  কিন্তু সৈয়দ আশরাফের এমন বক্তব্য ঐক্য বিনষ্টের ইঙ্গিত নয় কি?
 
তিনি বলেন, ইনুকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা কাপুরুষ।  জঙ্গিবাদের বিরুদ্ধে হাসানুল হক ইনু যে যুদ্ধ ঘোষণা করেছেন, হত্যার হুমকি দিয়ে এ যুদ্ধ স্তব্ধ করা যাবে না।
১৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে