ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী তানিয়া খান।
সোমবার রাতে রক্তাক্ত অবস্থায় থানায় গিয়ে মামলা করেন তানিয়া খান।
মামলার এজাহারে মারুফ কামালের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক করার অভিযোগ এনে তার স্ত্রী বলেছেন, এর প্রতিবাদ করায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছিল।
এর জের ধরে সোমবার বিকেলে মোহাম্মপুরের বাসায় কথা কাটাকাটির একপর্যায়ে মারুফ কামাল মারধর করেন বলে অভিযোগ তানিয়ার।
তানিয়ার অভিযোগ, সে উত্তেজিত হয়ে আমাকে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারপিট করে এবং লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে।
তানিয়া খান বলেন, তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পরে বাসার কেয়ারটেকার তাকে সোহরাওয়ার্দী হাপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
তিনি বলেন, রডের আঘাতে তার মাথায় ১৪টি সেলাই দিতে হয়েছে। দীর্ঘদিন ধরে সোহেল নির্যাতন চালিয়ে আসছে বলে জানান তিনি।
ত্রিশ বছরের সংসারে অধিকাংশ সময় নির্যাতন সন্তানদের দিকে তাকিয়ে মুখ বুঝে সহ্য করতে হয়েছে বলে জানান তানিয়া।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর বলেন, মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
১৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম