নিউজ ডেস্ক : যশোর গণপিটুনিতে ৩জন নিহত হয়েছে। জেলার জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর-কাঁটাখাল এলাকায় ডাকাত সন্দেহে তাদের গণপিটুনি দিলে তারা মারা যান।
মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার কৃষ্ণনগর গ্রামে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী ডাকাতির ব্যাপারটা টের পেয়ে তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন ডাকাতের মৃত্যু হয়।
পুলিশ তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
১৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন