নিউজ ডেস্ক : কারাগারে বন্দী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন কি না, এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুন) জানা যাবে।
এর আগে হাইকোর্ট মান্নার স্বাস্থ্যের অবনতির কথা বিবেচনা করে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা দিতে সরকারের প্রতি নির্দেশনা দিয়েছিলেন। এরপর হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
ওই আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আগামীকাল আদেশের জন্য দিন ধার্য করেছেন। বুধবার (১৫ জুন) আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহিতার মামলায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দীর্ঘদিন ধরেই কারাগারে আটক আছেন।
১৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন