নিউজ ডেস্ক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা জাসদ নয়, গুপ্তহত্যা, জনগণ ও দেশের নিরাপত্তাই প্রধান সমস্যা।
জাসদ ও তার নেতৃবৃন্দ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের করা মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বুধবার (১৫জুন) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, জাসদ নিয়ে সৈয়দ আশরাফের মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক।
তিনি বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।’
১৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন