নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হোটেল ওয়াল্ডরফ অ্যাস্টোরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের বেশ কয়েকজন মন্ত্রিপরিষদের সদস্যও ছিলেন। দু’দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মোদিও শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানরা ঈদুল আজহা পালন করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে আটদিনের সরকারি সফরে লন্ডন হয়ে বুধবার রাতে নিউইয়র্কে পৌঁছেন শেখ হাসিনা।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম