বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬, ০৩:৫১:৩৯

টেবিল চাপড়িয়ে নিজেদের ঈদ বোনাসের সমর্থন জানালেন এমপিরা

টেবিল চাপড়িয়ে নিজেদের ঈদ বোনাসের সমর্থন জানালেন এমপিরা

ঢাকা : এবার ঈদ বোনাসের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরাও।  বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গাইবান্ধা-৩ আসনের আওয়ামী লীগের এমপি ডা. মো. ইউনুস আলী সরকার বলেন, সবাই ঈদ বোনাস পান, আমরা ঈদ বোনাস পাই না কেন?

তিনি বলেন, আমরাও ঈদ বোনাস চাই।  এ সময় উপস্থিত সব সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে তার এ দাবিকে সমর্থন জানান।

ডা. ইউনুস আলী সরকার বলেন, সরকারি পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই ঈদ বোনাস পান। বৈশাখেও তাদের বোনাস দেয়া হয়।  আমরা কেন বোনাস পাই না।  আমাদের জন্য বোনাসের ব্যবস্থা করা হোক।

এসময় তিনি প্রত্যেক সংসদ সদস্যের জন্য একশ' কোটি টাকা বরাদ্দের দাবি জানান।

তিনি বলেন, আগে যে ২০ কোটি থোক বরাদ্দ দেয়া হয়েছিল তা দিয়ে সংসদ সদস্যরা এলাকার উন্নয়ন করেছেন।  আমার বিশ্বাস, এখানে একটি পয়সাও এমপিদের পকেটে যায়নি।  তাই ১০০ কোটি টাকা বরাদ্দ দিলে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।

সংসদ সদস্যদের বিরুদ্ধে টিআর, কাবিখার টাকা চুরির অভিযোগকে মিথ্যা দাবি করে ডা. ইউনুস আলী সরকার বলেন, আমি একজন সংসদ সদস্য হিসেবে এখনো ১২০ টাকার লুঙ্গি পরি।  আমার মতো সব সংসদ সদস্যই একমত হবেন যে, এমপিরা কোনো টিআর খায় না।  সবাই এলাকার উন্নয়ন করে।
১৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে