ঢাকা : হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর না করায় ১৫৪ ট্যানারি মালিককে প্রতিদিন ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পরও কারখানা না সরানোয় ১৫৪ ট্যানারিকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
আদালতের নির্দেশে যেসব ট্যানারি এখনো সাভারে স্থানান্তর না করায় তাদের তালিকা দাখিলের পর আজ হাইকোর্টের বেঞ্চ জরিমানার নির্দেশ দেন।
রিট আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, যতদিন পর্যন্ত কারখানা না সরাবে ততদিন পর্যন্ত পরিবেশের ক্ষতি হিসেবে ট্যানারিকে সরকারি কোষাগারে ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে।
১৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম