নিউজ ডেস্ক : সৌদি আরবের মক্কার অদূরে মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৭১৭ জনে দাঁড়িয়েছে। মক্কার মিনায় শয়তানকে পাথর ছুড়তে গিয়ে এই নির্মম ঘটনায় নিহত ৭১৭ জনের মধ্যে দুই জন বাংলাদেশি আছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আট শতাধিক হাজী।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ টুইটার বার্তায় জানিয়েছে, বৃহস্পতিবার মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছিলেন হাজীরা। এ সময় পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
নিহতদের একজন ফিরোজা বেগম (৫৪)। তিনি জামালপুরের বাসিন্দা। অপরজন সুনামগঞ্জের হাজিপাড়া এলাকার বাসিন্দা জুলিয়া হুদা (৪০)। জুলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইয়ের স্ত্রী বলে জানিয়েছেন জেদ্দা হজ কাউন্সিলর শহিদুল করিম।
এদিকে এই নির্মম ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি অাবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
২৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি