শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২৬:৫৭

বাংলাদেশের হাজিদের খোঁজ নিতে হটলাইন

বাংলাদেশের হাজিদের খোঁজ নিতে হটলাইন

নিউজ ডেস্ক : সৌদি আরবের মিনায় হজ পালনকালে পদদলিত হয়ে মারা গেছে ৭১৭ জন। এছাড়াও আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি হাজি। এই ঘটনায় কোন বাংলাদেশি আহত বা নিহত হয়েছেন কিনা জানার জন্য দুটি হট লাইন চালু করেছে বাংলাদেশি দূতাবাস।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, "মিনা হাসপাতালে অবস্থান করা আমাদের এক কর্মকর্তার মতে, মৃতদেহগুলো হাসপাতালে আনা হচ্ছে এবং কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দেওয়া মাত্রই আমরা স্বজনদের তা জানাব। মিনাতে আমাদের হটলাইন নাম্বার হচ্ছে: +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫০৯৩৬০০৮২।"

২৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে