শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৩:০৪

'বাড়ির আঙিনায় পশু জবাই করা যাবে'

'বাড়ির আঙিনায় পশু জবাই করা যাবে'

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, নিজের বাড়ির আঙিনায় কোরবানির পশু জবাই করা যাবে।

দক্ষিণ সিটি মেয়র জানান, কেউ যদি নিজ বাড়ির আঙিনায় পশু জবাই করতে চান সেটাও করতে পারবেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে কোন বাধা নেই। তবে কোরবানির বর্জ্য অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য ব্যবস্থপানা সম্পর্কে তিনি বলেন, কোরবানির ঈদ সাধারণত তিন দিন হয়ে থাকে। তাই তিন দিনই পশু জবাই করা হয়ে থাকে। ঈদের তিনদিন সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে।

সাঈদ খোকন বলেন, আমরা কোরবানি পশু জবাইয়ের জন্য স্থান নির্দিষ্ট করে দিয়েছি। যাতে বর্জ্য দ্রুত অপসারণ করা যায়। সেখানে পর্যাপ্ত পানি ও আনুসাঙ্গিক জিনিসপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। তবে কেউ যদি নিজের আঙিনায় পশু জবাই করতে চান সেটাও করতে পারবেন।

তিনি আরও বলেন, ‘আমাদের দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইটে ‘অভিযোগ বক্স’ আছে। যদি কেউ কোন অভিযোগ করতে চান তাহলে সেই বক্স এ করতে পারেন। আমরা তার যথাযথ ব্যবস্থা নেব।

২৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে