ঢাকা : সাড়ে ১৪ কেজি সোনার বার ও অলঙ্কারসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়।
১৭ জুন শুক্রবার দুপুর ১২টার দিকে শুল্ক গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন মামুন খান ও মুরাদ খান। সিঙ্গাপুর থেকে এসব স্বর্ণ এনেছিলেন তারা।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুর থেকে টিজি ৩২১ ফ্লাইটে করে তারা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দারা তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪ কেজি ৩৩০ গ্রাম স্বর্ণ জব্দ করে। এসব স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি ১৬ লাখ টাকা।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম