ঢাকা : পবিত্র মাহে রমজানের মাগফিরাতের প্রথম দিনে প্রথম জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ আদায় করেছেন ৪৫ হাজার মুসল্লি।
আজ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নামে। রমজানের ১১তম দিনে দ্বিতীয় জুমায় বায়তুল মোকাররম মসজিদের মূল ভবনের নিচ তলা থেকে সাত তলা, দক্ষিণ-পূর্ব প্লাজা এবং উত্তর গেটে পল্টন সড়ক, জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সমানের সড়ক, দক্ষিণ গেটের সামনের রাস্তায় মুসল্লিরা জায়নামাজ, পলিথিন ও কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন।
গ্রাউন্ড ফ্লোরে নারী মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল নেমেছিল। জুমার নামাজের আজান দেয়ার আগেই রোজাদার ও মুসল্লিরা মসজিদের দিকে ছুটেন।
নামাজ শুরুর আগেই প্রত্যেকটি মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কয়েক হাজার নারী মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
গত জুমায় ৪০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করার কথা জানিয়েছিলেন জাতীয় মসজিদ কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুর সোয়া ১২টায় আজানের আগেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজে শরিক হতে মুসল্লিরা আসতে শুরু করেন।
দুপুর সাড়ে ১২টায় জাতীয় মসজিদ মূল ভবনের নিচ তলা থেকে সাত তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দক্ষিণ প্লাজা, পূর্ব প্লাজা এবং উত্তর গেটে পল্টনের রাস্তা, জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনের রাস্তা, দক্ষিণের গেটের সামনের রাস্তাতেও মুসল্লিদের ঢল নামে।
জুমার নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দেশ ও জাতির কল্যাণসহ বিশ্ব উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জুমার খুতবার আগে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বয়ান করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মিযানুল ইসলাম।
সামনের জুমায় মুসল্লির সংখ্যা আরো বাড়বে বলে জানান বায়তুল মোকাররমের প্রশাসনের কর্মকর্তারা।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম