ঢাকা: ত্যাগের আহবান নিয়ে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ শুক্রবার সারা দেশে উদযাপিত হচ্ছে । অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবারও দেশের শতাধিক গ্রামের মানুষ বিচ্ছিন্নভাবে ঈদ উদযাপন করেছে।
প্রতিবারের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। বরাবরের মত এবারও রাজধানীর ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ শুক্রবার সকালে ঈদের প্রধান জামাতে অংশ নেন। ঈদের নামাজের পরপরই বিভিন্ন স্থানে শুরু হয় পশু কোরবানি।
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুসলিম সম্প্রদায়ের সুখ ও সমৃদ্ধিও কামনা করেছেন তারা।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস