গাইবান্ধা : শটগানের গুলি ছুড়ে প্রতি বছরের মতো এবারো কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত।
শুক্রবার সকাল ৯টায় ঈদ জামাত শুরু হয়। এতে প্রথমবারের মতো ইমামতি করেন মাওলানা হিফজুর রহমান খান। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
দেশের বৃহত্তম এ ঈদের জামাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। এর আগে সকাল থেকে ঈদগাহ মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। এবার শোলাকিয়ায় ১৮৮তম ঈদুল আজহার জামাতে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন।
এদিকে, ঈদ জামাত নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। র্যাব-পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী।
মাঠের প্রতিটি প্রবেশ পথে ছিল ক্লোজ সার্কিট ক্যামেরা। মাঠে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের দেহ তল্লাশি করা হয়।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস