ঢাকা : রাষ্ট্র কোনো কিছুর তোয়াক্কা না করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সভাপতি সুলতানা কামাল।
তিনি বলেছেন, সুশাসনের অভাব থাকলে পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হয়। যাদের ক্রসফায়ারে দেয়া হচ্ছে, তারা অন্যের মানবাধিকার লঙ্ঘন করেছে।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসডিজির এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সুলতানা কামাল বলেন, মানবাধিকার নেই, এই যে একটা বোধ সমাজে চলে আসে, যেনতেনভাবে নিজের অস্তিত্ব রক্ষা করতে হবে— এটা কোনো আধুনিক, গণতান্ত্রিক, সুশাসনসম্পন্ন রাষ্ট্রের লক্ষ্য নয়।
তিনি বলেন, সুশাসনের অভাবে সমাজে হতাশা তৈরি হয়। হতাশা থেকে আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্র নিজের হাতে আইন তুলে নিচ্ছে। কোনো কিছুর তোয়াক্কা করছে না। কোনো সমস্যার সমাধান করতে গেলে ছোটখাটো পথ খুঁজছে।
‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ দেশের বিশিষ্ট নাগরিক ও বেসরকারি সংস্থার উদ্যোগে গঠিত একটি মঞ্চ।
এটি জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নে কাজ করবে। এর আহ্বায়ক সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
১৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম