শনিবার, ১৮ জুন, ২০১৬, ০৫:৪৬:১১

হজযাত্রীদের জন্য সুখবর, বাদ পড়ারাও যেতে পারবেন হজে

হজযাত্রীদের জন্য সুখবর, বাদ পড়ারাও যেতে  পারবেন হজে

ঢাকা : হজযাত্রীদের জন্য সুখবর,  নিবন্ধন জটিলতায় বাদ পড়ারাও যেতে পারবেন হজে।  প্রায় সাড়ে ১২শ’ হজ গমনেচ্ছু হজে যেতে পারবেন।  বিভিন্ন হজ এজেন্সির মাধ্যমে প্রাক নিবন্ধনকৃত হজ গমনেচ্ছুর আবেদনের বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তারা। 

 

এ তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 

সূত্রে জানা যায়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ইব্রাহিম বাহার গণমাধ্যমকে জানান, ধর্ম মন্ত্রণালয় আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে নিবন্ধন করে হজে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।

 

একইসঙ্গে প্রথমবারের মতো ইলেকট্রনিক পদ্ধতিতে নিবন্ধনের ভুলত্রুটির বিষয়টি সংশোধনের সুযোগ সৌদি সরকার দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

জানা গেছে, যারা প্রাক নিবন্ধিত জটিলতার শিকার হয়েছেন, তারা অধিকাংশই একই পরিবারের সদস্য। প্রাক নিবন্ধনে ডাটা অ্যান্ট্রি করার সময় একটু বিলম্বের কারণে সিরিয়াল নম্বর হাজারেরও বেশি পিছিয়ে গেছে।

 

সিরিয়াল পিছিয়ে পড়ার কারণে কোটা পূরণ হয়ে যাওয়ায় স্বামী নিবন্ধিত হলে স্ত্রী, স্ত্রী নিবন্ধিত হলে স্বামী, ছেলে নিবন্ধিত হলে মেয়ে অথবা মেয়ে নিবন্ধিত হলে ছেলে বাদ পড়েছেন। 

 

ফলে একই পরিবার একসঙ্গে হজে যাওয়ার নিয়ত করলেও নিবন্ধন প্রক্রিয়ার কারণে অনিশ্চয়তা তৈরি হয়। 

 

এরই মধ্যে নিবন্ধনের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময় শেষ হয়েছে।  গত ১৫ জুন বুধবার পর্যন্ত এক হিসাবে দেখা গেছে, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৬ হাজার ২৯ জনসহ মোট ৯০ হাজার ৭০১ জন নিবন্ধিত হয়েছেন।  সরকারি ব্যবস্থাপনায় এখনো নিবন্ধন চলছে।

 

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবেদনপত্রগুলো আবার যাচাই-বাছাই করে যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলে সিরিয়ালে পিছিয়ে পড়লেও একই পরিবার কিংবা মাহরামকে সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনাধীন আছে।  ধর্মমন্ত্রী বিদেশ থেকে ফিরলে এসব আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

১৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে