ঢাকা : প্রকৌশলীর নজরে নারী সহকর্মী, মামলা দায়ের করায় তাকে আটক করা হয়েছে। ওই নারী সহকর্মীকে হত্যাচেষ্টা ও অনৈতিককাজে বাধ্য করার অভিযোগে দায়ের করা একটি মামলায় এলজিআরডির প্রকৌশলী গোপাল চন্দ্র সরকারকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ।
শনিবার দুপুরে ৪৫ নিউ ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদালতে তার এক নারী সহকর্মী মামলাটি দায়ের করেছেন। মামলায় ওই নারী অভিযোগ করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। ওই প্রকৌশলী তার শ্লীলতাহানিরও চেষ্টা করেছেন।
আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। থানায় সেই পরোয়ানা আসার পর প্রকৌশলী গোপালকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
এসআই সাইফুল ইসলাম জানান, প্রকৌশলীর বিরুদ্ধে দায়ের করা মামলাটিতে ৩২৩, ৩৫৪, ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
১৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম