ঢাকা : জাসদ ও আওয়ামী লীগের মধ্যে অতীত নিয়ে বিতর্কে বেগম খালেদা জিয়ার খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কার্যকরী কমিটির সভায় সূচনা বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, জাসদ ও আওয়ামী লীগের মধ্যে
অতীত নিয়ে বিতর্কে খালেদা জিয়ার নাক গলিয়ে কোনো লাভ নেই, খুশি হওয়ারও কিছু নেই।। যুদ্ধাপরাধের বিচার, ৭৫ এ বঙ্গবন্ধু হত্যার বিচার, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার, আগুন সন্ত্রাস ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার বিচার, দুর্নীতির মামলার বিচার, গুপ্তহত্যা-উগ্রবাদ-জঙ্গিবাদ মোকাবেলার প্রশ্নে জাসদ ও আওয়ামী ঐক্যবদ্ধ।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া জাসদের বিরুদ্ধে বিষোদগার করার যতই চেষ্টা করুক না কেন ঊনার এবং বিএনপি-জামায়াতের অপকর্ম-অপরাধ কোনোভাবেই আড়াল হবে না।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, অ্যাড. শাহ জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী প্রমুখ।
১৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম