রবিবার, ১৯ জুন, ২০১৬, ০৬:১৯:৩২

কাল বিএনপির প্রতিবাদ সভা

কাল বিএনপির প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক : জঙ্গি দমনের নামে পুলিশের সাঁড়াশি অভিযানে সারাদেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে আগামীকাল সোমবার রাজধানীতে প্রতিবাদ সভা করবে বিএনপি।

রোববার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সভাপতিত্ব করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠেয় এ প্রতিবাদ সভা সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল। 

১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে