ঢাকা : রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় আজ ঈদের দিনে পারিবারিক কলহে পরপারে চলে গেলেন এক তরুণী। তানিয়া আক্তার (২২) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত বালা বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর দেয়া খবরে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় তানিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই তরুণী বাসাবো ওহাব কলোনিতে তার মায়ের সঙ্গে থাকতেন।
মৃত তরুণীর পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মেয়েটির কিছুদিন আগে তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। অভাব অনটনের কারণে তানিয়া আত্মহত্যা করে থাকতে পারেন। তার দুইটি মেয়ে সন্তান রয়েছে।
তানিয়া আক্তারের বাড়ি মুন্সীগঞ্জে। তার বাবার নাম আলী আকবর।
এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
২৫ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/এমআর/এসএম