নিউজ ডেস্ক : জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী পদক্ষেপের প্রশংসা করেছে ভারত।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ মোদি সরকারের দু’বছরের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সরকার সন্ত্রাসী হামলা বন্ধে বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপই বাদ রাখছে না। গ্রেপ্তার হয়েছে ৩ হাজার।
এ খবর দিয়েছে এনডিটিভি।
সুষমা স্বরাজ বলেন, জঙ্গীবাদ দমনে শেখ হাসিনা শক্তিশালী পদক্ষেপ নিয়েছেন। এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ১ লাখ ইসলামিক নেতা।
তিনি বলেন, এতে দেশটির মানুষের মানসিকতা ফুটে উঠেছে।
ভারত শুধু হিন্দু শরণার্থী নেবে কি না এমন প্রশ্নের উত্তরে স্বরাজ বলেন, আমাদের শরণার্থী নীতি দমন পীড়নের শিকার সব সংখ্যালঘুদের জন্য অনুকূল।
১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম