রবিবার, ১৯ জুন, ২০১৬, ১০:১৪:০৩

‘এক শর্তে বিএনপির সঙ্গে ঐক্য করতে চায় আ.লীগ’

‘এক শর্তে বিএনপির সঙ্গে ঐক্য করতে চায় আ.লীগ’

ঢাকা : এক শর্তে বিএনপির সঙ্গে ঐক্য করতে চায় আ.লীগ।  জামায়াত ছেড়ে জাতির কাছে ক্ষমা চাইলে বিএনপির সঙ্গে ঐক্যের চিন্তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

 
রোববার বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ কথা বলেন তিনি।

জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ১৪ দলের নেতাকর্মীরা।

নাসিম বলেন, বিএনপি ঐক্য চায়, ঐক্য হবে।  তবে সাহস থাকলে আগে জাতির কাছে ক্ষমা চেয়ে ঘোষণা দিন, জামায়াত আপনাদের সঙ্গে থাকবে না।  তাহলে ঐক্যের বিষয়ে চিন্তা করবে আওয়ামী লীগ।

মানববন্ধন কর্মসূচি থেকে তিনি সারাদেশের শহর-গ্রাম-পাড়া-মহল্লায় গুপ্তহত্যার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।  

নাসিম বলেন, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে সারাদেশের মানববন্ধনের অংশ হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি।  অসম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।  জঙ্গিবাদ ও গুপ্তহত্যা প্রতিরোধে দেশের প্রগতিশীল সব শক্তিকে এগিয়ে আসতে হবে।  

সারাদেশের শহর-গ্রাম-পাড়া-মহল্লায় গুপ্তহত্যার প্রতিরোধ গড়ে তোলার জন্য ১৫ থেকে ২১ জুলাই প্রতিবাদ সপ্তাহ পালনের আহ্বান জানান তিনি।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জেপির (মঞ্জু) শেখ শহিদুল ইসলাম, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
১৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে