ঢাকা: ঈদের দিনও রাজধানী ছাড়ছেন মানুষ। যানজটের শঙ্কা আর বিভিন্ন কাজে আটকা পড়ে যারা গ্রামের বাড়ি যেতে পারেননি, তারা আজ বাড়িতে যাচ্ছেন। এ সুযোগে তাদের কাছ থেকে বেশি ভাড়া পেয়ে খুশি পরিবহন মালিকারা।
শুক্রবার সকালে গাবতলী ও কল্যাণপুর ঘুরে দেখা যায়, গাড়ির সংখ্যা কম হলেও বেশ কিছু যাত্রী ভিড় করে আছেন কাউন্টারে।
কল্যাণপুরের শ্যামলী পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক কামরুজ্জামান জানান, গত কয়েকদিনে যানজট ঠেলে যারা যাননি কিংবা কাজে আটকা পড়েছিলেন, তারা আজ বাড়িতে যাচ্ছেন।
হানিফ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক সেলিম শিকদার জানান, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তারা পাঁচটি গাড়ি ছেড়েছেন।
সাইফ এন্টারপ্রাইজের কাউন্টার ব্যবস্থাপক জহিরুল ইসলাম জুয়েল জানান, রংপুর রুটে সকাল থেকে তাদের দুটি গাড়ি ছেড়ে গেছে।
২৫ সেপ্টেম্বর/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস