বুধবার, ২২ জুন, ২০১৬, ০৯:৩৪:১১

যাকে খুশি তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ : খালেদা

 যাকে খুশি তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ : খালেদা

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যাকে খুশি তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, ক্রসফায়ার দিয়ে হত্যা করছে।  মহিলা-শিশুদের ওপর নির্যাতন করছে।  আইনের শাসন নেই বলে দেশের আজ এ অবস্থা।

 
বুধবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস কাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. একে এম আজিজুল হক।  

এ সময় বিএনপি চেয়ারপারসন অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, অনির্বাচিত সরকার দেশ পরিচালনার নামে দেশকে অন্যের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে ব্যস্ত।

তিনি বলেন, এ ষড়যন্ত্র বন্ধ করতে পারে দেশের মানুষ।  এ জন্য দলমত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

দেশের সার্বভৌমত্ব আছে কি-না এমন প্রশ্ন তুলে তিনি খালেদা জিয়া বলেন, দেশের অভ্যন্তরে অন্য দেশের লোক এসে হত্যা করে যায়, কেউ প্রতিবাদ করতে পারছে না।

বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট নয়, পুলিশি রাষ্ট্র হয়ে গেছে।  আইনের শাসন নেই বলে দেশের এ অবস্থা।

ইফতার মাহফিলে ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. জেডএম জাহিদ হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, অধ্যাপক ডা. শহিদুল আলম, অধ্যাপক ডা. ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডা. যুগ্ম মহাসচিব এসএম ডা. রফিকুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা অধ্যাপক ডা. এবি ভূইয়া, অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন, অধ্যাপক ডা. এম আফতাব উদ্দিন, অধ্যাপক ডা. মো. নুরুন্নবী, দপ্তর সম্পাদক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাবু, ডা. মো. মাগফুর রহমানসহ ড্যাবের কেন্দ্রীয় ও সারাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে