নিউজ ডেস্ক : ঘনিয়ে এসেছে ঈদ। নাড়ির টানে অনেকেই ছুটছেন বাড়ি দিকে। আর ক’দিন পর প্রায় ফাঁকাই হয়ে যাবে চিরচেনা যানজটের শহর ঢাকা। কেউ কেউ এরই মধ্যে নির্ধারিত সময়ের জন্য গাড়ির টিকেট কেটে রাখছেন।
এদিকে কমলাপুর স্টেশনে ২৫ জুন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (আজ, ২৩ জুন) রেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা নামে নতুন ট্রেনটি উদ্বোধন করবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৫ জুন কাউন্টারগুলোতে ৪ জুলাইয়ের টিকেট বিক্রির কথা ছিল। কিন্তু নতুন ট্রেন উদ্বোধনের কারণে ২৫ জুনের পরিবর্তে ২৬ জুন পাওয়া যাবে ৪ জুলাইয়ের টিকেট। ২৭ জুন কাউন্টারগুলোতে বিক্রি হবে ৫ জুলাইয়ের টিকেট।
এদিকে প্রথম দিনে স্টেশনের কাউন্টারগুলোতে হালকা চাপ থাকলেও দ্বিতীয় দিনে কিছুটা বেড়েছে। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হলেও টিকেট পেয়েছেন সবাই। এদিকে রেলে নতুন ট্রেন ‘সোনার বাংলা’ উদ্বোধনের কারণে কমলাপুর রেলস্টেশনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই ২ জুলাইয়ের টিকেট ছাড়া শুরু হয়। তবে অপেক্ষমাণ টিকেট প্রত্যাশীদের লাইন ছিল দীর্ঘ। আগেরদিনের মতো বুধবার মধ্যরাত থেকেই টিকেট কাটতে স্টেশনে এসে অবস্থান করছেন অনেকেই।
২৩ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন