নিউজ ডেস্ক :পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের সহধর্মিণী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করা হলেও পুলিশের মনোবল ভাঙেনি উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বুকে সাহস নিয়ে আরো দৃঢ় চিত্তে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন রোডস্থ পুলিশ কনভেনশন হলে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যত ক্ষমতাশালীই হোক না কেন গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের গ্রেপ্তার এবং বিচার করা হবে। এতে কোন ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, নাশকতা,সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং তৃণমূল পর্যায় থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ ছাড়াও জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪তম বিসিএস ফোরামের সভাপতি ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ উল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খান।
এতে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম, জনপ্রশাসনের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের, পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) একেএম শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভুইয়া ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন।-কালের কন্ঠ
২৫জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর