শনিবার, ২৫ জুন, ২০১৬, ০১:৪৮:২৭

ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : ঢাকায় ধর্মীয় স্বাধীনতা বিষয়ক ২ দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুন বুধবার সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মশালা সমাপ্ত হয় ২৩ জুন বৃহস্পতিবার বিকেলে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা অংশ নেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু’র সহায়তায় হিউম্যান রাইটস এ্যালায়েন্স বাংলাদেশ নামক একটি মানবাধিকার সংস্থা বড়মগবাজারস্থ স্পন্দন মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন আরএসএফ-এর বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক সেলিম সামাদ, দীপ্ত টিভির যুগ্ম-বার্তা সম্পাদক শাহনাজ শারমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের প্রেসিডেন্ট অ্যাড. রবীন্দ্র ঘোষ ও বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মাহবুল হক।

কোর্স সমন্বয়ক ছিলেন বন্ধু’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর আশিস কুমার আচার্য। ২দিন ব্যাপী এ কর্মশালায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, হামলা, মানবাধিকার লংঘনসহ তাদের অধিকার বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরী, সাক্ষাৎকার কৌশল ও মিডিয়া এ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আগত বিভিন্ন টিভি, রেডিও, পত্রিকা ও অনলাইন ওয়েবপোর্টালের ২৫ জন সংবাদকর্মী অংশ নেন।

২৫ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে