নিউজ ডেস্ক :অভিনেত্রীদের সঙ্গ অনেক পছন্দ করেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
চিত্রনায়িকা পূর্ণিমার পর এবার মডেল ও অভিনেত্রী নাদিয়া ইসলাম মৌকে শাড়ি পছন্দ করে দিলেন এরশাদ।
শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে ফ্যাশন হাউজ এসএ ওয়ার্ল্ডের দ্বিতীয় এক্সক্লুসিভ শাখা উদ্বোধন শেষ করে মৌকে নেভি ব্লু পাড়ের ও হালকা সবুজ কালারের একটি শাড়ি পছন্দ করে দেন এরশাদ। যার দাম সাড়ে ৪৭ হাজার টাকা। ভারতের বিখ্যাত বোম্বাই বুটিকসের ঋতু কুমার তৈরি করেছেন।
এ সময় তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, জনপ্রিয় মডেল নোবেল। আরো ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লাও।
এর আগে গত ৪ জুন বন্দরনগরীর ষোলশহরে একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা হয়েছিল এরশাদ ও পূর্ণিমার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এ প্রেসিডেন্ট।
অনুষ্ঠান উদ্বোধনের পর ফ্যাশন হাউজটির চতুর্থ তলায় নারীদের কাপড়ের সংগ্রহ দেখেন এরশাদ। তখন পূর্ণিমা একটি গাউন চাইলে এরশাদ নিজেই পোশাক পছন্দ করতে বসে পড়েন। নিজেই পছন্দ করে নেভি ব্লু ও গোল্ডেন কালারের সংমিশ্রণে তৈরি একটি গাউন পছন্দ করে পূর্ণিমাকে নিতে বলেন।
বিক্রয় প্রতিনিধিরা তখন একই ডিজাইনের আরো কাপড় দেখাতে চাইলে সেই সময় এরশাদ বলেন, ‘না এটাই ওকে মানাবে’।
ওই সময় সেখানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস ও সোলায়মান আলম শেঠ।
২৫জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর