নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা বহুতল বিপণিবিতানের লিফট ছিঁড়ে আগুন লাগার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোররাতে ওই ব্যক্তি মারা যান। তার নাম মাহমুদুল হাসান।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল বলেন, মাহমুদুলের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় উত্তরার আলাউদ্দীন টাওয়ারে লিফট ছিঁড়ে আগুন লাগলে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, লিফট ছিঁড়ে ও আগুনে গতকালই ছয়জনের মৃত্যু হয়। আগুনে দগ্ধ হওয়া চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে চিকিৎসাধীন চারজনের মধ্যে একজন আজ ভোরে মারা গেলেন।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন