নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন লাল সবুজ ট্রেন ‘সোনার বাংলা’ এক্সপ্রেস উদ্বোধন করা হবে আজ শনিবার (২৫ জুন)। ১৬ বগির এই ট্রেনটি রাজধানীর কমলাপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে উদ্বোধনের পর কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১১টায় এই ট্রেনটি রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে চট্টগ্রামে এবং চট্টগ্রাম থেকে ফিরে আসবে কমলাপুরে। তবে ট্রেনটি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করবে আগামীকাল রোববার (২৬জুন) থেকে।
এদিকে ট্রেন উদ্বোধনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কলাপুর রেলওয়ে স্টেশন। গত শুক্রবার থেকে রেলপথ মন্ত্রী মুজিবুল হক পরিদর্শন করছেন কমলাপুর স্টেশন এবং নতুন এ ট্রেনের বিভিন্ন কোচ ঘুরে দেখেছেন।
ঈদে যাত্রীর চাপ সামলাতে এই আন্তঃনগর ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রী, সচিব ও রেলওয়ে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন। নতুন এই ট্রেনটি শুধু ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। পাঁচ ঘণ্টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আনা নতুন ১৬টি বগি দিয়ে আন্তঃনগর ট্রেনটি যাত্রী পরিবহন করবে। শনিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন ট্রেনটি চলাচল করবে। এটিতে স্নিগ্ধা (শীতাতপ চেয়ার), শোভন চেয়ার, এসি বাথ মিলিয়ে ৭৪৬টি আসন থাকবে।
প্রতিদিন সকাল ৭টায় সোনারবাংলা এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বেলা ১২টা ৪০ মিনিটে। একই ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে বিকেল ৫টায়, ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন