নিউজ ডেস্ক : আজ ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে তিনি রাজধানীর তিনটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এগুলো হচ্ছে, ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন, খিলগাঁও ফ্লাইওভারের ইউলুপ ও হাতিরঝিল ইউলুপ উদ্বোধন অনুষ্ঠান।
ঈদ উপলক্ষ্যে যাত্রী ভোগান্তি কমাতে চালু করা হয়েছে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ নামক একটি ট্রেন। এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি খিলগাঁও ফ্লাইওভারের ইউলুপ ও হাতিরঝিল ইউলুপের উদ্বোধন করেছেন।
এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্য প্রদানকালে বলেছেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও একসময় পাতালরেল ও বুলেট ট্রেন চালু হবে।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন