নিউজ ডেস্ক : জঙ্গিবাদ দমনের নামে সরকার বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করে দলটিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলে দাবী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয় ‘ভাসানী ভবনে’ ঢাকা বিশ্বিবিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও জিয়া পরিষদের উপদেষ্টা মনিরুজ্জামান মিয়ার স্মরণে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি। স্মরণ সভার আয়োজন করে জিয়া পরিষদ।
সরকার জঙ্গি দমনে ভয়ংকর পথে বেছে নিয়েছে, এমন দাবি করে মির্জা ফখরুল সরকারকে এ পথ থেকে থেকে সরে আসার আহ্বান করেছেন। তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ যে খেলা খেলছে, তা ভয়ঙ্কর পথ। বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন করে জঙ্গি দমন করা যাবে না। তাই বলব, আগুন নিয়ে খেলবেন না। গণতন্ত্রকে গণতান্ত্রিক পন্থায় চলতে দিন, তাহলে জঙ্গি এমনিতেই দমন হবে।
জঙ্গি ও সন্ত্রাস দমনে জাতীয় কনভেশনের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘সরকারদলীয় এক নেতা বলেছেন, এখন কনভেনশন ডাকার সময় হয় নাই। আমি বলতে চাই, জাতীয় কনভেনশন ডাকার সময় হবে কবে? যখন সব শেষ হয়ে যাবে তখন কনভেনশন ডাকার সুযোগ থাকবে না।’
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন