ঢাকা : অনেক চড়াই-উৎড়াইয়ের পর পদ্মা সেতু নির্মাণে হাল ছাড়েননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দৃঢ় কণ্ঠে বলে আসছিলেন, দেশের টাকা দিয়ে হলেও পদ্মা সেতু হবে। যেই কথা সেই কাজ প্রধানমন্ত্রীর। তবে কি শেখ হাসিনার নামেই হচ্ছে পদ্মা সেতু- এমন আলোচনা সর্বত্র।
পদ্মা সেতু হচ্ছে। এর কৃতিত্ব প্রধানমন্ত্রীরই। তাই পদ্মা সেতুর নাম পরিবর্তন করে শেখ হাসিনার নামে করার দাবি উঠছে।
এর আগে সরকারদলীয় এক সাংসদ জাতীয় সংসদে পদ্মা সেতুর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রীর নামে করার দাবি জানান। তার দাবির প্রতি উপস্থিত সাংসদরা সমর্থন করেন।
আজ শেখ হাসিনার নামে পদ্মা সেতু নামকরণে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে প্রস্তাব করেছেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যাশা অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের কাজ চলছে। এবারের প্রস্তাবিত বাজেটে পদ্মা সেতু নির্মাণের জন্য ৬ হাজার ৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করায় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই।
এ সেতু প্রধানমন্ত্রীর নামে নামকরণ করা হলে জাতীয় পার্টির পক্ষ থেকে সমর্থন ও স্বাগত জানাবো বলে জানান তিনি।
২৫ জুন শনিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, পদ্মা সেতু হওয়ায় দক্ষিণাঞ্চলের ১৯ জেলার গণমানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং অর্থনৈতিকভাবে বিরাট উন্নতি হবে।
২৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম